নওগাঁয় আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষার্থীরা কলেজের মূল দরজা বন্ধ করে সামনের রাস্তায় এই বিক্ষোভ করেন।
এ সময় তারা বলেন, নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায়, মাসিক বেতনের নামে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে।
এসব বিষয়ে প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীদেরকে কলেজ থেকে বহিষ্কারের হুমকি দেন। এ জন্য যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
অপরদিকে নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহার হোসেনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। স্কুল চত্বরে তারা প্রথম শিক্ষকের পদত্যাগের এক দাবিতে বিক্ষোভ করে। পরে তারা ঘোষগ্রাম-বেতগাড়ী বাজারে বিক্ষোভ করে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত তাকে পদত্যাগের জন্য সময় নির্ধারণ করে দেন।