কয়েকদিন আগেও যে দেয়ালগুলো বিভিন্ন পোষ্টার দিয়ে ভরা ছিল, অতিরিক্ত নোংরা হওয়ায় কারোর নজর যেত না, কিন্তু সেই দেয়ালগুলোই মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। ছাত্র জনতার অবদান, নানা শিক্ষামূলক বাক্যে আর দুর্নীতির বিরুদ্ধে ও অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (১১ আগষ্ট) দুপুরে সরেজমিনে মুক্তির মোড় এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থীদের হাতে রং তুলি। আপন মনে আঁকছে মেধাবীদের গ্রাফিতি। আবার কেউ আঁকছে ছাত্র আন্দোলনের নানা দৃশ্য।
নিশাত নামের এক শিক্ষার্থী বলেন, আমি একটি স্কুলের সামনে হার্ট এঁকেছি যাতে সে স্কুলের শিক্ষার্থীরা দেখে যেন কোনো খারাপ কাজের জন্য তাদের হার্ট না দুর্বল হয়ে যায়। তারা যেন এই হার্টটা দেখে অনুপ্রাণিত হয় পরবর্তীতে তারা যেন কাউকে কষ্ট না দেয়। আমরা এখন যে জেনারেশন টা তৈরি করছি সেটায় যেন তারা সচেতনভাবে থাকতে পারে।
শিক্ষার্থী অর্নব বলেন, আমরা অনেক সময় দেখি সরকারি প্রতিষ্ঠানে ঘুষ নেয়া হয় এজন্য আমরা নতুনভাবে দেশটাকে গড়ার জন্য রাস্তায় অটোরিকশা চালক, রিকশা চালকদের কাজ থেকে ঘুষ বা চাঁদা নেয়া হয় সেটা বন্ধের জন্য বিভিন্ন ঘুষের বিরুদ্ধে লেখেছি যাতে সবাই সচেতন হয়।
শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানায়, আমাদের স্কুলের দেয়ালের চারিদিকে নোংরা ছিল সেগুলো আমরা সবাই মিলে পরিষ্কার করছি এবং দেয়ালে বিভিন্নরকম সুন্দর দৃশ্য রং তুলিতে ফুটিয়ে তুলছি।