নওগাঁর ধামইরহাটে বিলকিস বানু (৩৫) নামের এক গৃহবধু একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে নরমাল ভাবে বাচ্চার জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দু’টি ছেলে ও একটি মেয়ে।
বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেয়ার খবরটি রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ওই এলাকা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তিন সন্তানের শারীরিক অবস্থা সুস্থ্য থাকলেও জন্ম দেওয়ার পর মা বিলকিস বানুর শারিরীক অবস্থা অনেকটাই অবনতি দিকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এক অসহায় পরিবারের স্ত্রী ওই তিন সন্তানের জন্মদাত্রী। স্বামী ছয়ফুল ইসলাম অন্যের বাড়িতে কাজ-কর্ম করে কোন মতে সংসার পরিচালনা করে আসছেন। এখন তিন সন্তানদের প্রতিদিন ১ কেজি করে গাভির দুধ কিনে খাওয়াতে হিমশম খাচ্ছেন গরিব বাবা। অন্যদিকে দুধসহ বাড়তি খাবার খাওয়ানোর পাশাপাশি মা বিলকিস কে ভিটামিন জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে বলেও জানান সিকিৎসক। বিলকিস বানু সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দীর্ঘদিন যাবৎ চিকিৎসা চলার পরে গতকাল ৮ সেপ্টেম্বর সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমালে পরপর তিনটি বাচ্চা ভুমিষ্ট হয়েছে। তিনি তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Subscribe
Login
0 Comments
Oldest