নওগাঁ
Mission 90 News
Send an email
সেপ্টেম্বর ৬, ২০২১সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ৬, ২০২১
মহাদেবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
নওগাঁর মহাদেবপুরে নাসিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার খাজুর ইউনিয়নের রনাইল নিচপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রাশেদ মন্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন দুপুরে রাশেদ মাঠে ঘাস কাটতে গেলে তার স্ত্রী শয়ন ঘরে কীটনাশক পান করে। বাড়ির লোকজন জানতে পেরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে ওয়াস করে। কিন্তু বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মহাদেবপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে ময়নাতদন্ত শেষে সোমবার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
Author
সম্পর্কিত সংবাদ