নওগাঁর ধামইরহাটে ধান ক্ষেত থেকে বিশ্বনাথ মুর্মূ (৪০) নামের এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রাম টুকাহার দিঘীর পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত টুইলা মুর্মুর ছেলে।
নিহতের ছোট ভাই সরেন মুর্মূ জানান, ঘটনার আগের দিন সন্ধ্যার পরে আমার বড় ভাই বিশ্বনাথ মুর্মূ বাড়ির পাশের ভাতগ্রাম বাজারে সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হয়ে যায়। অনেক রাত পর্যন্ত বাসায় ফিরে না এলে পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুুঁজি করে কোন সন্ধান পাইনি। পরদিন সকালে স্থানীয়রা তার মৃত্যু দেহ ধান ক্ষেতে পড়ে আছে বলে বিশ্বনাথের পরিবারকে জানান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মর দেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং মরদেহ থেকে মাদকের গন্ধ পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদকদ্রব্য পানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনের নিকট হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।