নওগাঁয় যোগদানকৃত নবাগত জেলা প্রশাসকের সাথে ধামইরহাট উপজেলার সরকারি-বেসরকার বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পি এ এ। এ সময় তিনি ধামইরহাট উপজেলাটি সীমান্তে হওয়ার কারণে মাদকদ্রব্য শুন্যের কোঠায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাক হওয়ার আহবান জানান।
এ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আন্জুয়ারা বেগম, আদিবাসী নেতা কুরশিদ পাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সভাশেষে তিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ করেন।