নওগাঁর ধামইরহাটে ভুয়া এনজিও কর্মী সেজে গ্রাহকের টাকা আত্মসাৎ করার অভিযোগে নারীসহ তিনজন প্রতারক কে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাদেরকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার ভাতকুন্ডু এলাকার মো: হারুনের স্ত্রী মোসা: সালমা বেগম (৩৫), পাশ্ববর্তী আক্কেলপুর থানার জুগীভিটা নামক এলাকার মো: সাজুর স্ত্রী মোসা: সুমি আক্তার মিনা (২৩), জয়পুরহাট জেলার ভুটিয়াপাড়া নামক এলকার আতিয়ার রহমানের ছেলে মো: রবিউল আলম (২৫)। এ ঘটনায় একই জেলার খঞ্জনপুর নামক এলাকার পাঁচকড়ি মন্ডলের ছেলে নিরঞ্জন (৩৫) নামের একজন পলাতক রয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, সরকার অনুমোদিত ‘মায়ের হাসি’ নামক একটি ফাউন্ডেশনের এনজিও কর্মী পরিচয়ে তারা বিভিন্ন জনের নিকট থেকে সাপ্তাহিক সঞ্চয় সংগ্রহ পূর্বক গরু ক্রয়ের জন্য ৫০ হাজার টাকার ঋণ প্রদানের লক্ষ্যে গ্রাহকদের থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।
পরে গ্রাহকরা ঋনের টাকা চাইতে গেলে ফাউন্ডেশনের এনজিও কর্মীদের সাথে ঝামেলা তৈরী হয়। বিষয়টি জানাজানি হলে এনজিও কর্মীরা গ্রাহকের টাকা নিয়ে পালানোর চেষ্টা কারলে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশে নিকট সোপর্দ করে। পরে উপজেলার আঙ্গরত কলোনী এলাকার মোজাম্মেল হকের ছেলে মো: রবিউল ইসলাম বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৬।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, শনিবার মামলার প্রেক্ষিতে আসামীদের নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।