নওগাঁর ধামইরহাটে শুভ বড়দিন ও নববর্ষ ২০২২ উপলক্ষে বেনীদুয়ার ক্যাথলিক চার্চ মিশন ধর্মপল্লীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা বেনীদুয়ার ক্যাথলিক চার্চ মিশন ধর্মপল্লীতে শুভ বড়দিন ও নববর্ষ ২০২২ খ্রিস্টাব্দ উপলক্ষ্যে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: দেলদার হোসেন কেক কেটে আলোচনা সভা শুরু করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেনীদুয়ার ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার ফাবিয়ান মারান্ডি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার গনপতি রায়, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দেলদার হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল গনি, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আলবার্ট সরেন।
উপস্থিত ছিলেন প্রদিপ কুমার, পারগানা বাইসি সেবাস্তিয়ান হেমরম, জোনাস হেমরম ও আদিবাসি সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথীবৃন্দ খ্রিস্ট সম্প্রদায়ের লোকদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নতুৃন বছরে সকলকে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।