নওগাঁর ধামইরহাটে ‘বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসুত্রে গাথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকাল সাড়প ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: আজাহার আলী। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’মীলীগের সভাপতি মো: দেলদার হোসেন, সম্পাদক মো: শহীদুুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সিব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, আওয়ামীলীগ নেত্রী মোসা: আনজু আরা প্রমুখ।