নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে।
সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে চলবে বিকেল ৪ পর্যন্ত।
এদিকে সকাল থেকে কেন্দ্রো গুলিতে ভোটার উপস্থিত ছিল চোখ পড়ার মত। নারী ভোটার সংখ্যা ছিল বেশি। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পর্ন করার লক্ষে কেন্দ্র পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
মাঠে র্যাব, পুলিশ ও বিজিবি’র টহল চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যানি। চতুর্থ ধাপে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন জন, সংরক্ষিত মহিলা আসনে জন এবং সাধারণ সদস্য পদে জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। ৮টি ইউনিয়নে মোট ৭২ কেন্দ্রে ভোটারা তাদের ভোটাধিকার প্রদান করবেন। ৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাক ৩৮ হাজার ৪ শ ৮০ জন।