নওগাঁর ধামইরহাটে মুজিবর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সারাদেশে একযোগে বাস্তবায়িত জাগরণী সপ্তাহে ২৫ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
২১ ডিসেম্বর জাগরণী সপ্তাহে দুটি পল্লী মাতৃ কেন্দ্রে ৩ লাখ টাকা বিনিয়োগ ও ৮টি গ্রামের পল্লী সমাজসেবা কেন্দ্রে ২২ লাখ ৬৬ হাজার ৭’শত টাকা পুনঃবিনিয়োগ হিসেবে ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
ঋণ বিতরণ কালে উপজেলা সমাজসেবা দপ্তরের ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, গ্রাম কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হোসেন, শামীম হোসেন, ট্রেড ইন্সট্রাক্টর জগন্নাথ চন্দ্র পালসহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বমোট ২৫ লাখ ৬৬ হাজার ৭ শত টাকা বিতরণ করা হয়। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্তৃক প্রবর্তিত সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ কার্য়ক্রম দেশের দারিদ্রতা দূরীকরণে ভূমিকা রেখেছে।
বর্তমানে এ কার্যক্রমে সুবিধা নিয়ে ধামইরহাটে অনেকে ক্ষুদ্র ব্যবসায়ী ভাল অবস্থানে চলে গেছে, কেউ পৌঁছেছেন সাফল্যের দ্বার প্রান্তে।