নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে ৫ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে এক স্কুল শিক্ষিকার। অভিযোগে জানা গেছে, ধামইরহাট উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা ইয়াসমিন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নলত্রী গ্রামের ফাইজুদ্দীনের ছেলে আলমগীর হোসেনের সাথে ২০০৭ সালে পরিচয় হয়। সেই সূত্র ধরে মারুফা ইয়াসমিন আলমগীরের সাথে আত্মীয়তা শুরু করে। সুযোগ বুঝে চতুর স্কুল শিক্ষিকা মারুফা সাংসারিক প্রয়োজনের কথা বলে আলমগীরের নিকট থেকে বিভিন্ন সময়ে মোট ৫ লক্ষ ৯০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে কর্য গ্রহন করেন। পরবর্তীতে আলমগীরের টাকার প্রয়োজন হলে মারুফার কাছ থেকে কর্য দেয়া টাকা ফেরত দেওয়ার কথা বললে সেই স্কুল শিক্ষিকা বেশ কয়েক বার সময় নেন। তাঁর দেয়া সময়ে টাকা ফেরত না দিয়ে কাল ক্ষেপন করে। দীর্ঘ সময় পার হয়ে গেলে আলমগীর হতাশা গ্রস্হ হয়ে পড়েন। যার ফলে ২৭ অক্টোবর-২০২১ তারিখে ভুক্তভোগী আলমগীর নওগাঁ জেলা প্রশাসক বরাবর সহ বিভিন্ন দপ্তরে অর্থ আত্মসাতের একটি অভিযোগ দায়ের করেন।
যে সব দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে, সেগুলো হলো, ধামইরহাট মডেল প্রেস ক্লাব, নওগাঁ প্রেস ক্লাব, ধামইরহাট প্রেস ক্লাব, ধামইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং ধামইরহাটের ৪ নং উমার ইউনিয়ন পরিষদ বরাবর অভিযোগ দায়ের করেন। উপরোক্ত দপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে অবশেষে ভুক্তভোগী আলমগীর মারুফার গ্রামের বাড়ি উপজেলার খড়মপুর যান। সেখানে গেলে মারুফা আলমগীর কে বিভিন্ন ভাষায় গালি গালাজ করে অপমান করেন এবং জুতা দিয়ে পেটানোর জন্য উদ্দ্যত হন। এ সময় মান-সন্মানের কথা ভেবে আলমগীর হতাশ হয়ে বাড়িতে ফিরে যান। গত, ৪ ডিসেম্বর ২০২১ তারিখে আলমগীর ধামইরহাট থানায় এসে আবারও লিখিত ভাবে একটি অভিযোগ দয়ের করেন। ভুক্তভোগী আলমগীর কর্য দেওয়া টাকা ফেরত পেতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।