নওগাঁর ধামইরহাটে আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রাদ্বিগুন ইউপি’র নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো: সালেহ উদ্দিনের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বিকেল ৪ টায় আগ্রাদ্বিগুণ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে “নৌকার বিরোধীতা কারীদের আওয়ামী লীগ থেকে চিরতরে দল থেকে সদস্য পদ বাতিল করা হবে”, এ হুশিয়ারি দিয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন বলেন, ‘আওয়ামী লীগে বিদ্রোহী বলে কোন কথা নেই, ব্যক্তি দেখে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীক দেখে ভোট দিন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।
সভায় পুনরায় জনগণের খাদেম হতে উপস্থিত জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন নৌকা প্রতীকের প্রার্থী মো. সালেহ উদ্দিন আহমেদ।