নওগাঁর ধামইরহাটে ৩৮পিচ নেশা জাতীয় অবৈধ ইঞ্জেকশনসহ মোসা: হামিদা খাতুন (৬০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ১৪ বিজিবি।
১৪ নভেম্বর রবিবার, আলমপুর ইউনিয়নের মাহিসন্তোষ এলাকার মাঠ থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মহিলা মাহীসন্তোষ গ্রামের মো: ফজল হকের স্ত্রী।
বিজিবি সুত্রে জানা গেছে, উপজেলার বস্তাবর বিওপি’র নায়েক সুবেদার মো: শাহাজান আলী সঙ্গীয় জোয়ানদের নিয়ে একটি টহল দল মাহিসন্তোষ এলাকার মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৮পিচ ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশনসহ হামিদাকে আটক করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আটককৃত মহিলার ছেলে মো: কুদরত আলী (২৫) কৌশলে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি বাদি হয়ে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।