নওগাঁ

ধামইরহাটে ২০২১-২২ অর্থ বছরে কৃষকদের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণ

নওগাঁর ধামইরহাটে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ১১টায়, উপজেলা পরিষদের হল রুমে রবি মৌসুমে ৯টি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা: শাপলা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে রবি মৌসুমে ১ বিঘা জমি আবাদের জন্য গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, খেসারী, মসুর, মুগ এবং শীতকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হবে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker