নওগাঁ

ধামইরহাটে বিদ্যালয়ে পাঠদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ১৭৫ নং ধামইরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে পাঠদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর), দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ড হাটখোলা এলাকায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলার আড়ানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ মো: বদিউজ্জামান (বকুল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

বর্তমান করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে বিদ্যালয়ে পাঠদান সংক্রান্ত শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রউফ মন্ডল, ধামইরহাট সরকারী এমএম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরিদুজ্জামান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, ধামইরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ (সাজু), প্রাথমিক স্কুল থেকে আগত প্রধান শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker