নওগাঁ
নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ; কাল থেকে শুরু প্রচারণা
সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন
নওগাঁর ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ করেন। এর ফলে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
প্রার্থী ও নির্বাচনী তথ্যকণিকা
- মোট আসন: ০৬টি
- মোট প্রার্থী: ৩২ জন (দলীয় ২৭ জন, স্বতন্ত্র ৫ জন)
- নিরাপত্তা: ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন।
- ভোটের তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
রিটার্নিং অফিসারের বক্তব্য
রিটার্নিং অফিসার জানান, নির্বাচনের মাঠ নিয়ন্ত্রণে বর্তমানে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সেনাবাহিনী ও বিজিবিও নির্বাচনি মাঠে সক্রিয় থাকবে।”
“নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রার্থীরা। এ সময় প্রার্থীদেরকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।”