নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম থেকে আসছিল মাদকের চালান; কীর্তিপুর বাজারে তল্লাশি চালিয়ে বিপুল মাদক জব্দ
নওগাঁ সদর উপজেলায় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আ. সালাম ওরফে শামিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এই মাদকের চালান জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে শহরের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়। সন্ধ্যায় কীর্তিপুর বাজারে একটি দ্রুতগামী পিকআপকে থামিয়ে তল্লাশি করা হলে তাতে বিশেষ কায়দায় রাখা ৮টি পোটলা পাওয়া যায়। পোটলাগুলো থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সালাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার বাসিন্দা।
নওগাঁর পুলিশ সুপার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং এর নেপথ্যে থাকা অন্য ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।