নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা: জীবিত উদ্ধার করল পুলিশ
নিজেকে গ্রেপ্তারের দাবি নিয়ে থানায় হাজির মা; আত্রাই নদীতে ঝাপ দিয়ে শিশুটিকে বাঁচাল পুলিশ ও জনতা
নওগাঁর পত্নীতলা উপজেলায় নিজের ১৬ মাস বয়সী শিশুকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মুনতাহীন মুন নামে এক নারী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নজিপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশু রুপসাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, ওই নারী থানায় এসে নিজের সন্তানকে নদীতে ফেলে দেওয়ার কথা জানিয়ে গ্রেপ্তারের দাবি করেন। খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শঙ্কামুক্ত অবস্থায় রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুনতাহীন মুন মানসিকভাবে অসুস্থ এবং ইতিপূর্বেও তিনি এই ধরনের আচরণ করেছেন। ঘটনার সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির খোঁজ নিয়েছেন এবং সাহসী উদ্ধারকারী ব্যক্তিকে পুরস্কৃত করেছেন।
পুলিশের দ্রুত পদক্ষেপ ও জনমানুষের সাহসিকতায় রক্ষা পেল এক মাসুম প্রাণ।