ভরা মৌসুমেও নওগাঁয় চালের বাজারে অস্থিরতা: কেজিতে বেড়েছে ৪ টাকা পর্যন্ত
আমন কাটার পরেই কেন বাড়ছে দাম? সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা
দেশের অন্যতম প্রধান চাল উৎপাদনকারী জেলা নওগাঁয় গত দুই সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। আমন মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পরেই এমন মূল্যবৃদ্ধিকে রহস্যজনক বলে মনে করছেন ক্রেতারা।
বর্তমান বাজার দর (প্রতি কেজি):
• জিরাশাইল (খুচরা): ৭৪ – ৭৬ টাকা
• কাটারি (খুচরা): ৭৫ – ৮০ টাকা
• মোটা চাল: ৫০ – ৫২ টাকা (অপরিবর্তিত)
চালের দাম বাড়ার বিষয়ে জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানিয়েছেন, বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দামের প্রভাব পড়েছে। তবে ক্রেতা আজগর আলীর মতে, এটি পুরোপুরি সিন্ডিকেটের কারসাজি।
খুচরা বিক্রেতা উত্তম সরকার জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় তাঁরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষ মনে করছেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন নওগাঁর ভুক্তভোগী সাধারণ মানুষ।