প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে নওগাঁয় উত্তাল মানববন্ধন
৫ দফা দাবিতে চাকরি প্রত্যাশীদের আল্টিমেটাম; প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে পরীক্ষার্থীরা
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা।
চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ৯ জানুয়ারির পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে প্রকৃত মেধাবীদের অধিকার হরণ করা হয়েছে। তাঁরা দ্রুত এই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ নিয়োগ পরীক্ষার দাবি জানান।
পরীক্ষার্থীদের ৫ দফা দাবি:
- পরীক্ষা বাতিল করে দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষা নেওয়া।
- পরীক্ষা কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার নিশ্চিত করা।
- স্বতন্ত্র কমিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া ও একই সময়ে একাধিক পরীক্ষা বন্ধ করা।
- প্রশ্নফাঁসের রেকর্ড থাকা প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া।
- প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা।
উল্লেখ্য, গত শুক্রবার নওগাঁয় পরীক্ষার দিনেই প্রশ্নফাঁস চক্রের ১৮ জনকে আটক করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে আজ পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানীসহ অন্যান্যরা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সমতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।
