নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস চক্রের ২ সদস্যসহ আটক ৯
এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ১১টি মোবাইল ও নগদ টাকাসহ ধরা পড়লেন পরীক্ষার্থী ও হোতারা
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মামুনুর রশিদ (৪১) ও আহসান হাবিব (৪০) প্রশ্নফাঁস চক্রের মূল সদস্য। এছাড়া মো. আবু সাইদ, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, ফারুক হোসেন, আতাউর রহমান ও রেহান জান্নাত নামে ছয় পরীক্ষার্থী এবং ফারাজুল ইসলাম নামে এক অভিভাবককে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার হল থেকে প্রশ্ন সংগ্রহ ও উত্তর সরবরাহের পরিকল্পনা করেছিল।
