নওগাঁয় ওমেরা গ্যাস ডিলারকে লাখ টাকা জরিমানা; বেশি দামে বিক্রির দায়ে ব্যবস্থা
শুভ অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকারের দণ্ড; ৩ দিন ধরে বাজারে বিশেষ অভিযান
নওগাঁয় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ অ্যান্ড ব্রাদার্সের দোকানে অভিযানে অনিয়ম ধরা পড়ে। খুচরা ব্যবসায়ীদের কাছে গ্যাস বিক্রির কোনো রশিদ দেখাতে না পারা এবং বাড়তি দাম নেওয়ার অপরাধে এই জরিমানা করা হয়।
রুবেল আহমেদ আরও বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু মুনাফা অর্জনকারীদের ধরতে গত তিনদিন ধরে বিশেষ অভিযান চলছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, সিলিন্ডার গ্যাসের বাজারে অস্থিরতা কমাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় সাধারণ ভোক্তারা।
