নওগাঁ
নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর হাজতি আব্দুর রশিদের মৃত্যু; হার্ট অ্যাটাকের প্রাথমিক ধারণা চিকিৎসকদের
নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতি আব্দুর রশিদ (৫৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী জানান, বিএনপি অফিসে হামলা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গত ১৬ ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। আজ দুপুরে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার জানান, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।