নওগাঁর সেই আলোচিত জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু
এক মাসের মাথায় নিভল দুই বোনের প্রাণের প্রদীপ; ভারতের চেন্নাইয়ে যাওয়ার প্রস্তুতি চললেও শেষ রক্ষা হলো না
নওগাঁর ধামইরহাট উপজেলায় জন্ম নেওয়া আলোচিত বুকে জোড়া লাগানো জমজ দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জন্মের প্রায় এক মাসের মধ্যেই এই দুই শিশুর জীবনাবসান ঘটে।
জানা গেছে, মৃত জমজ শিশুদের পিতা ধামইরহাট উপজেলার চকযদু (টিএন্ডটি) পৌর এলাকার বাসিন্দা পল্লব মার্ডি। শিশুদের নানা মমেষ বাস্কে জানান, গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে বুকে জোড়া লাগানো অবস্থায় জমজ দুই কন্যা শিশুর জন্ম হয়। জন্মের পরপরই শিশুদের শারীরিক অবস্থা নাজুক হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়।
পরবর্তীতে শিশুদের জোড়া লাগানো অংশ আলাদা করার জন্য ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার প্রস্তুতি চলছিল। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও যোগাযোগের কাজও চলমান ছিল বলে জানান পরিবারের সদস্যরা। তবে শুক্রবার রাতে হঠাৎ করে শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও রাতেই দুই শিশুর মৃত্যু হয়।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বলেন, “সকালে হাসপাতাল থেকে ছুটি নিয়ে তারা বাসায় চলে যান। তখন শিশুদের অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু রাতে আবার অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।”
এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
