তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁয় প্রস্তুত ১০০ বাস
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান; নওগাঁ থেকে ঢাকা যাচ্ছেন ৭ হাজার নেতাকর্মী; শহরজুড়ে উৎসবের আমেজ
আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০০টি বাস প্রস্তুত করেছে নওগাঁ জেলা বিএনপি। সদর উপজেলা থেকে ২৫টি এবং বাকি ১০ উপজেলা ও ২ পৌরসভা থেকে ৭৫টি বাস বুধবার সন্ধ্যা থেকে যাত্রা শুরু করবে।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “দেশনায়ককে বরণ করে নিতে নওগাঁর মানুষ অধীর অপেক্ষায় আছে। অন্তত সাত হাজার নেতাকর্মী এই ১০০ বাসে করে ঢাকা যাবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিটি বাসে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছি।”
দলীয় সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা থেকেই শহরের প্রধান বাসস্ট্যান্ডগুলোতে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা জড়ো হবেন। তৃণমূলের ইউনিয়ন পর্যায় থেকেও ছোট ছোট বহর মূল কাফেলায় যোগ দেবে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাসের জন্য দায়িত্বশীল সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে।
