নওগাঁ-৬: মনোনয়নপত্র নিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির
কালো টাকার প্রভাব মোকাবিলা ও জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার; আত্রাই-রাণীনগর আসনে লড়াইয়ের প্রস্তুতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সোমবার বিকেলে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি বলেন, “আমি মূলত কালো টাকার প্রভাব মোকাবিলা করতেই নির্বাচনে এসেছি। আত্রাই ও রাণীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। যারা অর্থের দাপট দেখাচ্ছে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।” তিনি জুলাই আন্দোলনের স্পিরিট নিয়ে রাষ্ট্র সংস্কার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর জোর দেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু ও অ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল সহ দলের স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চারদলীয় জোট সরকারের সাবেক এই গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ২০১৮ সালেও ধানের শীষ নিয়ে লড়াই করেছিলেন। উল্লেখ্য, এই আসনে বিএনপি থেকে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হলেও আলমগীর কবিরের মনোনয়ন সংগ্রহ এই আসনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।