নওগাঁয় পৃথক স্থান থেকে একদিনে ২ জনের মরদেহ উদ্ধার
রানীনগরে যুবকের ঝুলন্ত মরদেহ ও সাপাহারে হাত-পা বাঁধা বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
নওগাঁর রানীনগর ও সাপাহার উপজেলার পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে যুবকের এবং সাপাহার উপজেলার পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের খালের পানি থেকে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— রানীনগর উপজেলার পারইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী (২৯) এবং সাপাহার উপজেলার সদর ইউনিয়নের পিছল ডাঙ্গা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৭৩)।
নিহত মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, পারিবারিক মনোমালিন্যের জেরে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেলে পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর মরদেহ দেখতে পাওয়া যায়।
এদিকে, সাপাহারে নিখোঁজ নুরুল ইসলামের হাত পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কেউ বৃদ্ধকে মেরে হাত-পা বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে।
উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।