নওগাঁর ধামইরহাটে ইউএনওর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা নামকস্থানে ভাগাড়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ স্থানীয়দেরকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের বিরুদ্ধে। অন্যদিকে, ইউএনওর অভিযোগ, তিনি সরকারি সম্পত্তি উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালের দিকে এই ঘটনা ঘটে।
নওগাঁর ধামইরহাটে ভাগাড়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। একদিকে অন্তঃসত্ত্বা এক নারীসহ স্থানীয়দেরকে মারধরের অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে অন্যদিকে সরকারি সম্পত্তি উদ্ধার করতে গিয়ে রোষানলের শিকার হয়েছেন অভিযোগ ইউএনওর। বুধবার (১ অক্টোম্বর) সকালের দিকে ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা নামকস্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি মঙ্গলকোঠা নামকস্থানে একটি খাস জায়গায় পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারণ করে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সকালের দিকে ওই খাস সম্পত্তিতে ময়লা ফেলতে যায় কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। কিন্তু আশপাশের লোকজন দুর্গন্ধ ছড়ানোর অভিযোগে তাতে বাধা দেয়। কিছুক্ষণ পর এসব নিয়ে শুরু হয় বাকবিতন্ড। ঘটনা জানতে পেরে সেখানে ছুটে যান ইউএনও। স্থানীয়দের অভিযোগ, বাকবিতন্ডের এক পর্যায়ে ওই গ্রামের অন্তঃসত্ত্বা নারী মিতু ও তার স্বামী কুদ্দুসকে মারধর করে ইউএনও। পরে মিতুকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন মিতু জানান, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। ইউএনও হঠাৎই রেগে গিয়ে তার গায়ে হাত তোলেন। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সীমানা নির্ধারণী লাল পতাকা দিয়ে পিটাতে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী কুদ্দুস এসব মোবাইলে ধারণ করতে গেলে তাকেও মারধর ও হুমকি দেয়া হয়।
এরপর উত্তেজিত জনতা ও কিছু দলীয় নেতাকর্মী ইউএনওর অপসারণ দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন।
অভিযোগের বিষয়ে নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, খাস জায়গায় জনস্বার্থে ময়লা ফেলানোর উদ্যোগ নেয়া হয়েছিল। আজ সকালে পরিছন্নতা কর্মীরা সেখানে গেলে মারমুখী হয়ে ওঠে স্থানীয় কয়েকজন। এরপরই ঘটনাস্থলে যান তিনি। উত্তেজিত কয়েকজন তাকে মারধর করতে চড়াও হয়। পরিস্থিতি কিছুটা শান্ত করে চলে আসেন। কিন্তু পরে স্থানীয় কয়েকজন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে।