জমি নিয়ে বিরোধ: নওগাঁয় যুবকের মৃত্যু
নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে উমর ফয়সাল সোহেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ শহরের চকপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উমর ফয়সাল শহরের আরজি-নওগাঁ এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।
নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে উমর ফয়সাল সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ শহরের চকপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চকপ্রসাদ এলাকার আবদুল মিন্টুর সঙ্গে প্রতিবেশী ফিরোজ মণ্ডল ও সুমন আলীর বিরোধ চলছে। বুধবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমিতে মিন্টু বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। এ সময় ফিরোজ, সুমন ও তাদের লোকজন এতে বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় মিন্টু ও তার ছোট বোনের স্বামী উমর ফয়সালকে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে সুমন আলী, ফিরোজ মণ্ডল ও তাদের লোকজন। মাথায় লাঠির আঘাত পেলে একপর্যায়ে উমর ফয়সাল মাটিতে লুটিয়ে পড়েন। স্বজন ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, শ্বশুরবাড়িতে স্বজনদের মধ্যকার জমি নিয়ে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে উমর ফয়সাল লাঠির আঘাতে মারা যান। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।