নওগাঁয় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, এক আসামির যাবজ্জীবন
নওগাঁয় সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নওগাঁয় সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
২০২২ সালের ১১ জুলাই বিকালে সে একটি বাজার এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়ার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটির বাবা অভিযোগ করলে র্যাব অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং সালামকে গ্রেপ্তার করে।
আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেয়। বাকি তিনজনকে খালাস দেওয়া হয়।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।