নওগাঁর ধামইরহাটে শাহাজান আলী (৬৮) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় উপজেলার গুনদেশাহার নামক গ্রামে এ ঘটনা ঘটে। শাহাজান আলী ওই গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
খেলনা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ঘটনার দিন সকালে শাহাজান আলী এবং তার স্ত্রী দু’জনে একসাথে ধামইরহাট যান। কাজ সেড়ে বাড়ি ফিরে পরিবারের সবার চোখকে ফাঁকি দিয়ে, বাড়ির দু’তলা ঘরের তীরের (বর্গার) সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে হয়তো আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে এলাকাবাসী ধারনা করছেন। নিহত শাহজান আলীর এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে ।
এ ঘটনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত করছেন এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।