নওগাঁয় ড্রেনে পরিণত হয়েছে রাস্তা, দেড় যুগেও হয়নি সংস্কার
নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল থেকে আগ্রাদ্বিগুন পর্যন্ত এলজিইডির প্রধান সড়কটি গত প্রায় দেড় যুগেও সংস্কার হয়নি। এতে রাস্তাটি ড্রেনে পরিণত হয়েছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই বলে অভিযোগ উঠেছে।
রাস্তার মাঝখানে কাঁদার ভিতরে একটি মালভর্তি ট্রাকের চাকা। ড্রাইভার চেষ্টা করছিল ভালোভাবে উঠানোর। ব্যর্থ হয়ে নেমে গেল। অনেক চেষ্টার পর ট্রাকটি নিয়ে যেতে পারলেন ড্রাইভার। এভাবেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। যার দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় ও পথচারীরা। তবুও নজর নেই সংশ্লিষ্টদের।
নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল থেকে আগ্রাদ্বিগুন যাবার এলজিইডির প্রধান সড়ক এটি। অভিযোগ, দীর্ঘ প্রায় দেড় যুগেও হয়নি রাস্তাটির সংস্কার।
স্থানীয়রা বলছেন, ২০০৮ সালে রাস্তাটির সর্বশেষ সংস্কার হয়েছিল। এরপর স্থানীয় ব্যবসায়ী, যানবাহনের চালক, পথচারী, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই রাস্তাটির সংস্কারের দাবি জানালেও সেই দাবি দেড় যুগেও পৌঁছায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কান পর্যন্ত। ফলে প্রতিনিয়তই ঘটছে একের পর এক দুর্ঘটনা।
স্থানীয় সমাজসেবক মুক্তার হোসেন সহ অনেকেই ক্ষোভ নিয়ে জানালেন, এই রাস্তাটি নামমাত্র সংস্কার করা হয়েছিল ২০০৮ সালে। এরপর আর সংস্কার হয়নি। এখন রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়।
জানতে চাইলে পত্নীতলা উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক মুঠোফোনে বলেন, ‘এই মুহূর্তে আমি ও ইউএনও স্যার রাস্তার ওই জায়গাতে দাঁড়িয়ে আছি। খুব দ্রুতই রাস্তাটির কাজ বাস্তবায়ন করা হবে।’