আত্রাইয়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার ২
নওগাঁর আত্রাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজিজার রহমান (৭০) নামের এক চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই ভাতিজা বাবু এবং আলিমকে গ্রেফতার করেছে।
নওগাঁর আত্রাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকালে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সাথে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার কথা কাটাকাটি হয়। এ সময় তার ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যার মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানার একটি চৌকস দল নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ১৯ আগস্ট ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেফতার করে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।