নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক (নান্নু) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রহমান রিপন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনটি সাংগঠনিক সম্পাদক।
সভাপতি হয়েছেন আবু বক্কর সিদ্দিক (নান্নু) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রহমান রিপন। সাংগঠনিক তিনটি পদে নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা ও খাইরুল আলম গোল্ডেন।
সোমবার (১১ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট শেষে রাত ১টার দিকে ভোট গণনা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এ ফলাফল ঘোষণা করেন।
ভোট গণনা শেষে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (নান্নু) ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে নূর-ই আলম মিঠু (৮৪১), শফিউল আজম (ভিপি) রানা (৬৩০) এবং খায়রুল আলম গোল্ডেন (৫৭৩) ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ১ হাজার ৪১৪ জন ভোটার ছিলেন। নির্বাচনের পুরো প্রক্রিয়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এর আগে এদিন দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। পরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।