নওগাঁ
নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাত খান পিটু গ্রেপ্তার
বিএনপি অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় পুলিশি হেফাজতে পিটু
নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার বাসিন্দা।
একাধিক মামলার আসামি পিটু
থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, খোদাদাত খান পিটুর বিরুদ্ধে **বিএনপি অফিস ভাঙচুর ও আগুন দেওয়া**সহ একাধিক মামলা রয়েছে।
এসআই আনিসুর রহমান বলেন, “তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”