নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর, দুপুর ১২ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: ছিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো: আলী হোসেন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীদের ২৪ শত টাকা এবং মাধ্যমিক শিক্ষার্থীদের ৬ হাজার করে মোট ৪৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির পাশাপাশি ১০ জন শিক্ষার্থীকে বসতঘর নির্মাণ ও ১৫ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়েছে।