নওগাঁয় সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হাতে পিতার মর্মান্তিক মৃত্যু
নওগাঁ জেলার আত্রাই উপজেলার নবাবের দাম গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম (৭০) তার নিজের ছেলে বাবু (একজন স্কুল শিক্ষক) এর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার নবাবের দাম গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক **মোঃ নুরুল ইসলাম (৭০)** তার নিজের ছেলের হাতে খুন হয়েছেন। অভিযুক্ত ছেলে **বাবু** একজন স্কুল শিক্ষক।
সূত্র জানায়, নিহত নুরুল ইসলামের একাধিক সন্তান রয়েছে। তবে পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি বেশিরভাগ সন্তানকে নিজ বাড়িতে জায়গা দেননি এবং কেবল বাবু নামের ছেলেকে তার সঙ্গে রাখতেন। অভিযোগ রয়েছে, বাবু তার পিতার সব সম্পত্তি লিখে নেন এবং অসুস্থ পিতার চিকিৎসার খরচও বহন করতেন না।
সম্প্রতি, গুরুতর অসুস্থ অবস্থায় নুরুল ইসলাম সিদ্ধান্ত নেন তার সমস্ত সম্পত্তি পুনরায় নিজের নামে এনে সকল সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই **২৯ জুন সকালে** নিজ বাড়িতে তিনি খুন হন।
ঘটনার পর বাবু আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে দাবি করছে, কিন্তু এলাকাবাসীর মতে এটি একটি সাজানো নাটক। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি স্পর্শকাতর এবং তদন্ত চলছে। অচিরেই প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”