নওগাঁ
Mission 90 News
Send an email
অক্টোবর ২৭, ২০২১সর্বশেষ আপডেট অক্টোবর ২৭, ২০২১
ধামইরহাটে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
নওগাঁর ধামইরহাটে ভাইব্রেটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে রাকিব হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার ২৭ অক্টোবর, বিকালে উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার শেখাইপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার বিকালে নিহত রাকিব হোসেন ধামইরহাট প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তার ঢালায়ের কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত ওই ভাইব্রেটার মেশিনের সহিত বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।