নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্কুল কর্তৃপক্ষ। নির্মাণকাজে পৌর বিধি ও বিল্ডিং কোড মানা হয়নি বলেও দাবি তাদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভা, শিক্ষা অফিসসহ একাধিক দপ্তরে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কোনো নিয়ম মানছেন না, বরং কাজ চালিয়ে যাচ্ছেন।”
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আত্রাই জোনের সহকারী প্রকৌশলী মো. আলী হোসেন চলতি বছরের শুরুতে ব্যক্তিগত উদ্যোগে ওই বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। কিন্তু পৌর নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের পাশ দিয়ে ভবন নির্মাণ করতে হলে ৮ ফুট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। অভিযোগ উঠেছে, তিনি সেই নিয়ম মানছেন না।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ভবনের নির্মাণকাজ চলায় তারা ধুলাবালিতে কষ্ট পাচ্ছে। কংক্রিট কাটার শব্দে পড়াশোনায় মন বসানো যাচ্ছে না। জানালাও বন্ধ রাখতে হচ্ছে। প্রধান শিক্ষক আরও বলেন, “ভবনের ছাদে রড, বালু, পাথর ফেলে রাখা হচ্ছে। রড কাটার আওয়াজে ক্লাস চালানো যাচ্ছে না। বিদ্যালয় ভবন প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।”
অভিযুক্ত প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, “আমি নিয়ম মেনেই কাজ করছি। অভিযোগ সত্য নয়। তবুও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করব।” নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, “বিষয়টি পৌর কর্তৃপক্ষ দেখবে। তবে আমরা প্রয়োজনীয় সমন্বয় করে সমাধানে সহযোগিতা করব।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের পাশে ৮ ফুট দূরত্ব না রেখে ভবন নির্মাণ করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন বলেন, “বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে নোটিশ পাঠানো হয়েছে। নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”