বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া, উপ-পাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক তারেক নুর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এছাড়াও দিবসের কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে মুজিব বর্ষ গ্রন্থ উৎসব ২০২২ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সকাল ১১ টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এড়াছাও জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
দিবসটির অংশ হিসেবে শহীদ হাবিবুর রহমান হলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের কথাও বলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শিশুদের খেলাধুলা ও সন্ধ্যা ৬.৩০ মিনিটে সংগীত বিভাগের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।