শেরপুরের নকলায় শিকল বন্দি অবস্থায় মৃত্যু হয়েছে আক্তারুজ্জমান (৪৫) নামের এক মানসিক রোগীর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আখতারুজ্জামান এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মানসিক রোগী হওয়ায় ঘরে শিকল বন্দি করে তালা দিয়ে রাখা হতো আক্তারুজ্জামানকে। সপ্তাহ খানেক আগে শিকল ছিড়ে পালিয়ে গেলে পরিবারের লোকজন তাকে আবারো তালাবদ্ধ করে রাখে।
বৃহস্পতিবার রাতে আক্তারুজ্জামান হাত দিয়ে ঘরের মেঝোতে গর্ত করে সেই গর্ততেই পড়ে থাকে। সেহরির সময় পরিবারের লোকজন আক্তারুজ্জামানকে মৃত অবস্থায় গর্ততে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: জামালপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুশফিকুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।