তালাকের বিষয় গোপন রেখে আড়াই বছর ঘর-সংসার করার অভিযোগে স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় শেরপুরে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শাহ আলী (৪৭) পলাতক রয়েছেন। তিনি শ্রীবরদী উপজেলার গড়জরিপা গ্রামের বাসিন্দা। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো: গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা ভিকটিম নিজেই বাদী হয়ে ২০১৫ সালের ২৫ জানুয়ারি সদর থানায় মামলাটি করেছিলেন।