ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তারাকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান জুয়েল চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল সরকারের স্বাক্ষরিত ফরমে শুক্রবার (১৬ জুলাই) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটির অনুমোদনের সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি – প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক-বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি – মেজবাউল আলম রুবেল চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক একেএম আজহারুল ইসলাম সরকার (আজহার), সাংগঠনিক সম্পাদক শাকির আহমেদ বাবুল , তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক সাহেব, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার (কাঁকন), তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক আঃ মান্নান, যুগ্ন আহ্বায়ক বিপ্লব চৌধুরী এছাড়া সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সকলের কাছে আমরা চির কৃতজ্ঞ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।