জামালপুরের সরিষাবাড়ীতে জুম্মার নামাজের সময় বন্ধ থাকা মোবাইল ফোনের দোকানে চুরি করতে গিয়ে আকবর আলী সুমন (৩০) নামে এক যুবক হাতে-নাতে ধরা খেয়েছেন জনতার হাতে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে পৌরসভার আরামনগর বাজারের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে আটককৃত যুবকে পুলিশের হাতে তুলে দেন জনতা। আটককৃত চোর (আকবর আলী সুমন) কুমিল্লার দেবীপুর থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, আরামনগর বাজারের পৌর মার্কেটে অবস্থিত মো. শান্ত মিয়ার মোবাইল ফোনের দোকান বন্ধ করে দুপুর ১২টার দিকে নামাজের প্রস্তুতির জন্য বাড়িতে চলে যান। পরে নামাজ শেষ করে দুপুর ২টার দিকে দোকান খুলতে আসেন শান্ত মিয়া।
ঠিক সেই সময় দেখতে পান দোকান তালা ভাঙা। পরে দোকানের সাড়ার তুলে দেখেন ব্যাগ ভর্তি করে মোবাইল চুরি করছেন চোর চক্রের সুমন। এ সময় সাথে থাকা বাকি ৩ জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন জনতা। পরে ঐ চোরকে পুলিশে হাতে তুলে দেন জনতা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, ‘মোবাইল ফোনের দোকানে চুরির সময় জনতারা হাতেনাতে চোরকে ধরেছে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।