এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে জামালপুরের সরিষাবাড়ীতে তারুণ্যের মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় ফিতা কেটে তারুণ্য মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল। এতে বই মেলা, হস্তশিল্প, কৃষি উদ্ভাবন ও লোক ও কারু কুটির শিল্পসহ মোট ২৪টি স্টল এ মেলায় বরাদ্দ দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান,
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আকন্দ ও উপজেলা জামায়াতের আমির মাসুদ রানা দুলাল সহ বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও উদ্যােক্তাসহ বিভিন্ন শ্রেণীর তরুণরা উপস্থিত ছিলেন। পরে দিন শেষে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।