জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে মাদক সেবনে আস্তানা পুড়িয়ে দিলেন থানার ওসি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
চাঁদ মিয়া বলেন, ‘সরিষাবাড়ী পৌরসভার বাউসী (বাঙালি) এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ভবনে মাদক সেবনের আস্তানা গড়ে তুলেছিলেন মাদকসেবীরা। এতে এলাকার ছাত্র ও যুবসমাজ দিনেদিনে বিপথগামী হচ্ছিল।
পরে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে সেগুলো পুড়িয়ে ছাঁই করে দেওয়া হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় ছাত্রজনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করায় পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।