জামালপুরে সরিষাবাড়ীতে আতাউর রহমান বিপুল’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার পরিবারের উপর হামলাকারীদের গেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী-ভূয়াপুর প্রধান সড়কে তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (১৭ জানুয়ারি) সংক্রান্ত জমি বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল ও তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগমের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে এবং এলোপাথাড়িভাবে কুপিয়ে বিপুলের ডান হা-পা দেহ থেকে বিচ্ছিন্ন করে এবং তার মা ও স্ত্রীকে গুরুতর আহত করে চাচাতো ভাই আসাদুজ্জামান আপেলসহ তার পরিবারের লোকজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিপুল কে মৃত ঘোষণা করে এবং তার মা ও স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ্য করেন।
এঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরিকল্পিত এই হত্যা কমান্ডের ঘটনায় প্রধান আসামিকে সহ বাকি আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন-নিহতে পিতা আনোয়ার হোসেন, নিহতে ভাই আলামিন, নিহতে ছেলে নবীন, পোগলদিঘা মহাবিদ্যালয়ের পিন্সিপাল নাসির উদ্দিন, পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ মিয়া, থানার ওসি চাঁদ মিয়া, স্থানীয় রজব আলী, বাবু মিয়া, কামাল হোসেন, আকবর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং শিক্ষক-শিক্ষার্থী ও সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া সহ সকল পুলিশ উপস্থিত ছিলেন।