জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাফে ট্রাক্টর মাহিন্দ্র (কাকরা) গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পৌরসভার চর বাঙালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর-হাটবাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহত শান্ত মিয়া জীবিকার দরিদ্র পরিবার সন্তান। সে জীবিকার তাগিদে ট্রেফে ট্রাক্টর (কাকড়া) গাড়িতে হেলপার হিসেবে কাজ করতেন। শনিবার সকালে পৌরসভার বাউসী বাজার থেকে বলাকা ইটভাটা গামি দুইটি ট্রাফে ট্রাক্টর একটি অপরটিকে অতিক্রম করার সময় একটি ট্রাফে ট্রাক্টর রাস্তার বাম দিকে সরে গিয়ে অপরটিকে সাইট দেয়। এ সময় ওই ট্রাফে ট্রাক্টর রাস্তার পাশে থাকা একটি বাঁশের খুঁটির সাথে ধাক্কা খেয়ে হেলপার শান্ত ছিড়কে মাটিতে পড়ে যায়। এরপর ওই ট্রাফে ট্রাক্টরের নিচে শান্ত চাপা পড়ে। ট্রাফে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শান্ত। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ-বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রহুল আমিন বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।
এদিকে খোঁজখবর নিয়ে জানা যায়, নিহত শান্ত রুবেলের গাড়িতে হেলপার হিসেবে কাজ করতো। বলাকা ইট ভাটা থেকে রুবেল তার ট্রাক্টরে করে ২ হাজার ইট নিয়ে শিমলা বাজারে তার গন্তব্যে ইট নামিয়ে দিয়ে পরবর্তীতে ইট নেওয়ার জন্য ইটের ভাটায় ফিরছিল। পথিমধ্যে রুবলের গাড়ির চাকার নিচে চাপা পড়ে হেলপার শান্ত নিহত হয়। এ ঘটনায় গাড়ির মালিক ও চালক রুবেল পলাতক রয়েছে।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক মুর্শিদ আলম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হবে।