জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিকৃত দুস্থ ও অসহায় রোগীদের মাঝে ঔষধ ও পথ্যাদি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ‘‘রোগী কল্যাণ সমিতি’’ তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি মিজানুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো: সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) তৌফিকুল ইসলাম খালেক প্রমুখ। এছাড়া সমাজসেবা অফিসের সকল কর্মচারীবৃন্দরা এবং স্থানীয় আ.লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি থাকা ৫০ জন রোগীদের সাথে সাক্ষাৎ করে নিজ হাতে খাদ্যসামগ্রী ফল আপেল, মাল্টা, বেদনা, আংগুর, কলা, পেয়ারা ও প্রয়োজনীয় ঔষুধ তুলে দেন আব্দুর রশিদ এমপি।